মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত আর সবার দোয়া ও আন্তরিক সহযোগিতায় হাজেরা উচ্চ বিদ্যালয় বিশেষ পদ্ধতিতে শিক্ষকার্যক্রম পরিচালনার ফলে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট উপহার দিতে সক্ষম হয় এবং অতি অল্প সময়ে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করে। প্রত্যেক মাতা-পিতা চান সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক। তাই সম্মানিত এলাকাবাসীর বিশেষ অনুরোধেই প্রতিষ্ঠা লাভ করে ব্যতিক্রমধর্মী হাজেরা উচ্চ বিদ্যালয়টি 1981 সনে শুরু করে শুভপদযাত্রা। সম্মানিত কর্তৃপক্ষের গঠনমূলক দিক নির্দেশনা, মহান পেশায় নিয়োজিত সম্মানিত শিক্ষকবৃন্দের অক্লান্ত প্রচেষ্টা সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিবিড় পাঠ পিইসি, জেএসসি, এসএসসি তে ট্যালেন্টপুল বৃত্তিসহ সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করেছে।
শিক্ষাই জাতির মেরুদন্ড। কিন্তু গতানুগতিক শিক্ষাকে আঁকড়ে ধরে থাকলে চলবেনা। বিশ্বায়নের যুগে শিক্ষার সম্প্রসারে বাস্তব, বিজ্ঞানমনস্ক ও যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই। তাই এগুলোকে যথাযথভাবে কম্পিউটার, ইন্টারনেটসহ নিত্য নতুন প্রযুক্তি ব্যবহারে সক্ষম হতে হবে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, অর্থনীতি, বাণিজ্য, মানবসম্পদ ও ক্রীড়া সবকিছুতেই আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণালব্ধ জ্ঞানের সমাবেশ ঘটিয়ে পথ পরিক্রমা খুঁজে বের করতে হবে। আজকের শিশু আগামী দিনের শুধু ভবিষ্যতই নয়; জাতি ও দেশ রক্ষার রক্ষা কবজও বটে। তাই মাতাপিতা ও অভিভাবকবৃন্দকে তার সন্তানের মেধাবিকাশ ও কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে নিতে হবে। দেশব্যাপি মুষ্টিমেয় হাতে গোনা শিক্ষাঙ্গনের সাথে হাজেরা উচ্চ বিদ্যালয়টির জুড়িমেলা ভার। হাজেরা উচ্চ বিদ্যালয় শুধু কথায় না, কাজে বিশ্বাসী।
মোঃ আবুল কালাম আজাদ
প্রধান শিক্ষক
হাজেরা উচ্চ বিদ্যালয়